বুধবার   ২১ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২   ২৩ জ্বিলকদ ১৪৪৬

দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন মালদার সায়েম চৌধুরী

বিশ্বজিৎ মন্ডল;

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার

দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী। মোথাবাড়ি অমৃতি রাজ্য সড়কে মেহেরাপুর স্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়ক প্রায় ৩-৪ মাস ধরে ভেঙে গর্ত  হয়ে যায়। সড়কের উপরে কংক্রিট ঢালায় ও পিচ রাস্তার সংযোগস্থলে রাস্তার মাঝ বরাবর গর্ত তৈরি হয়। 
এবং সেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাঁড়ায়। বুধবার রাতে সেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা হলে রাস্তা সারাইয়ের এর আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যক্তি ছবি পোষ্ট করে। সোশ্যাল মিডিয়ায় দেখে রাস্তা পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী। রাস্তার ভয়াবহতা দেখে ডেকে নেন স্থানীয় মিস্ত্রিকে। নিজের পকেটের টাকা খরচা করে এ রাস্তা সাড়াই করে দেন। জেলা পরিষদ সদস্যে সাহেব চৌধুরীর এই ভূমিকায় যথেষ্টয় খুশি স্থানীয় সাধারণ মানুষ।