লালা রুরেল কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বন্ধ
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
স্থায়ী অধ্যক্ষ নিয়োগ না হলে বৃহত্তর আন্দোলনের হুংকার বিডিএসএফের সভাপতির
কলেজের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছেলেখেলা বন্ধ করে শীঘ্রই স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুংকার বিডিএসএফের সভাপতি আহাদের । লালা রুরেল কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য Advertisement করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি ! এসবের কারণ কি হতে পারে ? ডিএইচই জবাব চাই,এজবাব দাও,নিয়োগ প্রক্রিয়া পরিকল্পিত ভাবে বন্ধ করা হয়েছে না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে ? কাটলিছড়ার মাননীয় বিধায়ক এই কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগ নিয়ে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না কেনে ? কলেজের ছোট খাটো সমস্যা গুলি ইনচার্য প্রিন্সিপালের দ্বারা সমাধান সম্ভব হচ্ছে না এমন কি কলেজের ছাত্র সংসদের নির্বাচন করাতে ব্যর্ত বর্তমান অধ্যক্ষ, প্রতিবছর ছাত্র ভর্তির সমস্যা থাকে কলেজের পড়োয়াদের আন্দোলনের মাধ্যমে ছাত্র ভর্তির সমস্যা সমাধান করতে হয়, পরিবর্তনকামী সরকারের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে D.H.E পি জুদিং স্যারের ও দৃষ্টি আকর্ষণ করে নিয়োগ প্রক্রিয়া চালু করে এই কলেজের স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করার জন্য বিডিএসএফের পক্ষ থেকে দাবী জানানো হয়। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া চালু করে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করতে হবে, ইন্টারবিউ হওয়ার পর নিয়োগ করা হয়নি এর কারণ কি হতে পারে? ছাত্রনেতা আহাদ লস্কর এক বিবৃতি দিয়ে জানান লালা রুরেল কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে ছেলেখেলা চলছে যদি শীঘ্রই স্হায়ী অধ্যক্ষ নিয়োগ করা না হয় তহলে বিডিএসএস গণ আন্দোলন গড়ে তুলবে।