শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

হোমস্টে মালিকদের জন্য লোনের উদ্যোগ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

হোমস্টে মালিকদের জন্য লোনের উদ্যোগ

জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রের পাশেই রয়েছে হোমস্টেগুলি। কিন্তু হাজার সমস্যা ও জটিলতার কারণে ব্যাংক থেকে লোন পাচ্ছিলেন না হোমস্টে মালিকরা। তবে এবার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে তাঁরা অনেকটা কম সুদেই পেতে চলেছেন লোমের সুবিবে। পর্যটনের বিকাশে এই লোন কাজে আসবে বলে জানাচ্ছেন হোমস্টে মালিকরা। তবে শর্ত একটাই, লোন নিতে গেলে তৈরি করতে হবে বিভিন্ন সোসাইটি।

আলিপুরদুয়ার শহরের কলেজ আলিপুরদুয়ার জেলা কোঅপারেটিভ ইউনিয়নের উদ্যোগে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সহযোগিতায় একটি বৈঠক হয়, যেখানে জেলার প্রায় ১১০টি হোমস্টের মালিক উপস্থিত ছিলেন। ছিলেন জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যরা। সৌরভবলেন, 'জেলার পর্যটন শিল্প আরও একধাপ এগিয়ে গেল। কারণ, এখন থেকে হোমস্টের মালিকরাও এলাকায়

লোন নেওয়ার সুবিধে পাবেন কোঅপারেটিভ ব্যাংক থেকে। তবে কোনও হোমস্টে একা লোন পাবে না। নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে একটি সোসাইটি তৈরি করতে হবে যার সাহায্যে লোন নেওয়া যাবে।'

জেলার পর্যটন শিল্প আরও একধাপ এগিয়ে গেল। এখন থেকে হোমস্টের মালিকরাও লোন নেওয়ার সুবিধে পাবেন কোঅপারেটিভ ব্যাংক থেকে। তবে কোনও হোমস্টে একা লোন পাবে না। নিয়ম অনুযায়ী একটি সোসাইটি তৈরি করে তার মাধ্যমে লোন নেওয়া যাবে।

সৌরভ চক্রবর্তী

চেয়ারম্যান, জলপাইগুড়ি সেন্ট্রাল

কোঅপারেটিভ ব্যাংক

তাঁর সংযোজন, 'প্রায় ৮ শতাংশ সুদে এই লোন দেওয়া হবে। বৈঠকে প্রাথমিকভাবে ১০টি সোসাইটি তৈরি। করা হয়েছে। প্রক্রিয়াটি ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।' জেলার প্রায় ১৭০টি হোমস্টের মধ্যে এদিন প্রায় ১১০ হোমস্টের মালিক উপস্থিত ছিলেন। চিলাপাতা ইকো ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গণেশকুমার শা বলেন, 'হোমস্টের জন্য এই সুবিধে চালু হলে কর্মসংস্থান যেমন একদিকে বাড়বে, তেমনই যাঁরা হোমস্টের মাধ্যমে অর্থ উপার্জন করতে ইচ্ছুক কিন্তু অর্থাভাবের কারণে ব্যবসা করতে। পারছেন না, তাঁদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক হবে।'

জানা গিয়েছে, এদিন যে দশটি সোসাইটি গঠনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে রয়েছে জয়ন্তী, জলদাপাড়া কোদাল বস্তি, চিলাপাতা, শালকুমার রাজাভাতখাওয়া, আম্মা, ২৮ বস্তি সহ অন্য পর্যটন এলাকা। এছাড়া পর্যটন শিল্পকে উন্নত করার উদ্দেশ্যে যে হোমস্টেগুলো ভালো কাজ করবে। সেই হোমস্টের মালিকদের বিনামূল্যে কম্পিউটার দেওয়া হবে বলে জানান তিনি। আর এই সমস্ত কিছুই করা হবে 'নাবার্ড'-এর গাইডলাইন অনুযায়ী।