শুটিং চলছে মুর্শিদাবাদের ছেলে দাউদ হোসেন পরিচালিত সিনেমা লোন-এর
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার
কলকাতায় শুটিং চলছে মুর্শিদাবাদের ছেলে দাউদ হোসেন পরিচালিত সিনেমা লোন-এর
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা: মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকের ছেলে দাউদ হোসেন পরিচালিত ও দ্যা রয়েল ফিল্ম প্রযোজিত 'লোন' সিনেমার শুটিং চলছে কলকাতায়। টলিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের শুটিং করতে দেখা গেল, যেমন রাজ, বোধিসত্ত্ব মজুমদার, দেবা ব্যানার্জি। নায়িকার চরিত্রে অভিনয় করছেন স্টার জলসার মা সিরিয়ালের ঝিলিক ওরফে তিথি বসু। এছাড়াও অভিনয় করছেন সান্তনা বোস, ভোলা, প্রদীপ, আলমগীর শেখ, ধনরাজ, আকাশ, মৌসুমী সহ একাধিক কলাকুশলীরা। পরিচালক দাউদ হোসেন জানান যে এই সিনেমা বাস্তব জীবনের উপর নির্মিত হচ্ছে। বর্তমান লোনে মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। লোনে জর্জরিত ব্যর্থ ব্যবসায়ীর জীবন কাহিনী নিয়ে এই সিনেমা বুনেছেন নির্মাতারা। ২০২৫ সালের মে মাসের মধ্যে সিনেমাটি বাংলার হলে হলে মুক্তি পাবে বলে আশাবাদী পরিচালক দাউদ হোসেন ও প্রযোজক সামিরুল ইসলাম।