শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

``সেফ ড্রাইভ সেভ লাইফে``র বিশেষ অনুষ্ঠান

সরিফুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সেফ ড্রাইভ সেভ লাইফ``  অনুষ্ঠানে ভাদো বিএসবি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী

সেফ ড্রাইভ সেভ লাইফ`` অনুষ্ঠানে ভাদো বিএসবি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী

হরিশ্চন্দ্রপুর

সোমবার রতুয়া থানার উদ্যোগে ভাদো বিএসবি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল 'সেফ ড্রাইভ সেভ লাইফ'  অনুষ্ঠান। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফের উপর বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিএসবি'র প্রধান শিক্ষক আব্বাস আলি, রতুয়া থানার আইসি দেবব্রত চক্রবর্তী, এসআই কৌশিক কুমার দাস সহ একাধিক আধিকারিক। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানটিকে সামনে রেখে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। প্রধান শিক্ষক তথা অনুষ্ঠানের সভাপতি আব্বাস আলি বলেন, তোমাদের জীবনের চেয়ে জোড়ে গাড়ি চালানো বেশি মূল্যবান নয়। তাই গাড়ি সকলকে নিমন্ত্রণে চালাতে হবে। রতুয়া থানার আইসি দেবব্রত চক্রবর্তী বলেন, দিনের পর দিন বেপরোয়া গাড়ি চালকদের জন্য বহু মানুষের প্রাণ অকালেই চলে যাচ্ছে। তাই তোমরা সচেতন হবে এবং তোমাদের পরিজনদের হেলমেট ছাড়া গাড়ি চালাতে দিবে না। অনুষ্ঠান শেষে রতুয়া থানার পুলিশের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ও ছাত্র ছাত্রী সকলে মিলে এক শোভাযাত্রা বার করে। পরিক্রমা করে গোটা ভাদো।এছাড়াও বিদ্যালয়ের তরফ থেকে রাস্তার বাইক আরোহীদের হেলমেট বিতরণ করেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আব্বাস আলি।অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সীমা আহমেদ।