উত্তরবঙ্গ উৎসবের সুচনা
শঙ্কর গুপ্তা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
প্রদীপ প্রজ্জ্বলন করে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন
উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রবীন্দ্র ভবনে আজ থেকে শুরু হল উত্তরবঙ্গ উৎসব।বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।প্রদীপ প্রজ্জ্বলন করে উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন হয়৷সেই শুভ উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু'দিন ব্যাপি রায়গঞ্জ রবীন্দ্রভবনে চলবে উত্তরবঙ্গ উৎসব।
আজ থেকে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের রবীন্দ্রভবনে শুরু হল দুদিনব্যাপী উত্তরবঙ্গ উৎসব। রায়গঞ্জ শিলিগুড়িমোড় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে রায়গঞ্জ রবীন্দ্রভবনে পৌঁছায়। উত্তরবঙ্গ উৎসব কমিটির সদস্য সচিব তথা জেলা তথ্য ও সম্প্রচার আধিকারিক রানা দেবদাস জানিয়েছেন, দুদিনব্যাপী উত্তরবঙ্গ উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন মনোময় ভট্টাচার্য। দ্বিতীয় দিনের সন্ধ্যায় রায়গঞ্জ রবীন্দ্রভবনে উত্তরবঙ্গ উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী মেখলা দাসগুপ্ত, অদিতী মুখার্জী।