সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোমালিয়ায় মার্কিন বিমান হামলাঃ ৬০ আল-শাবাব সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে মার্কিন বিমান হামলায় দেশটির আভ্যন্তরিন জঙ্গি সংগঠন আল-শাবাবের ৬০ সদস্যের নিহতের ঘটনা ঘটে।

মার্কিন সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় যে, দেশটির মধ্যাঞ্চলীয় হারারদেরে এলাকায় সোমালিয় বাহিনীর সাথে এক যৌথ অভিযান পরিচালনা কালে এই বিমান হামলা চালানো হয়। 'নিখুঁত এ হামলায় অন্তত ৬০ জঙ্গি সদস্য নিহত হয়। তবে এ হামলায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি, খবর বিবিসি।  

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড-এর এই বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সোমালি ও আন্তর্জাতিক অংশীদারদের পাশে নিয়ে আল শাবাবকে বিভিন্ন নিরাপদ আশ্রয়ের সুবিধা নেওয়া, সেখানে অবস্থান করে নিজেদের সক্ষমতা বাড়ানো ও সোমালি লোকজনের ওপর হামলা করা থেকে বিরত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

২০১৭ সালে দেশটিতে পরিচালিত এক মার্কিন বিমান হামলায় অন্তত ১০০ আল-শাবাব সদস্য নিহতের পর পরিচালিত একাধিক হামালার মাঝে এটিই সবচেয়ে প্রাণঘাতি বিমান হামলার দাবি আন্তর্জাতিক গনমাধ্যমের।