অসমে টাকার বিনিময়ে আধার কাৰ্ড
পুষ্পপ্রভাতের প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আধার কাড টাকা দিয়ে তৈরি হচ্ছে , বিপাকে পড়ল গ্রামবাসী
গুয়াহাটি
আধার কাড টাকা দিয়ে তৈরি হচ্ছে , বিপাকে পড়ল গ্রামবাসী । অসম সরকার বিনামূল্যে দেওয়ার পরও কেনও আধার কাডের টাকা নেওয়া হচ্ছে প্রশ্ন বিভিন্ন মহল।
দক্ষিণ শালমারা মানকাছার জিলা নিকটতম হাটশিঙিমারীর দুই কিলোমিটার হবে অবস্থিত মালীরআলগা গাঁও পঞ্চায়তর কায্যালয় ব্যাপক দূৰ্ণীতি অসম সরকারে বিনামূল্যেয়ে আধার কাৰ্ড যোগান দিয়েছে যদিও এই আধার কাৰ্ড কার্যালয়ের সুপারভাইজার জাকির হুছেইনে চলাইছে লুণ্ঠন রাজ অপারেটর কম্পিউটার কাজ করছেন ধন সংগ্ৰহ করছেন জাকির হুসেন নামে ব্যক্তি । সেই সময় বিজেপি সরকারে বিন্যামুল্যে আধার কার্ড প্রক্রিয়া শুরু করেছে কিন্তু সেই সময়ের বিপরীত দৃশ্য প্ৰতিজন আধার কাৰ্ড হিতাধিকারীর কাছে সংগ্ৰহ করছেন ১৫০.০০ টাকা । তাই এই বিষয়ে জিলা প্ৰশাসন তথা অসম সরকারে কেনে ব্যবস্থা গ্ৰহণ করতে হবে। এদিকে সেপারভাইসর জাকির হুছেইন ধন সংগ্ৰহ করেছিল বলে সাংবাদিককে মুখোমুখি সংগ্ৰহত বাধা দিয়ে উল্টা সাংবাদিকের ভিডিও করতে ব্যস্ত দেখা যায় ।