বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদায় আন্তর্জাতিক সাহিত্য উৎসব

হাসিনা পারভীন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪ রোববার

আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হল শনিবার মালদা বিপিন বিহারী ঘোষ টাউন হলে। জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে মালা ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্জলন করে উৎসবের শুভ সূচনা করা হয়। প্রিয়জনেষু আয়োজিত দুই দিনের এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই বঙ্গ রত্ন রাধা গোবিন্দ ঘোষ, আনন্দ গোপাল ঘোষ সহ বাংলাদেশ, ভুটান নেপাল, সিকিমের বিশিষ্ট সাহিত্যিকরা এছাড়া ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা পার্থ সারথি ঝা সহ বিশিষ্টরা।

 সেখানে সাহিত্যিক বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয় এছাড়া সাহিত্যিকমূলক নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।