মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত

৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত

আলগাপুর

সারা দেশের সঙ্গে হাইলাকান্দি জেলায় আলগাপুর বিধানসভা এলাকায় যতাযোগ‍্য মর্যাদায় ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এদিন সকাল ০৮ ঘটিকার সময় আলগাপুর উচ্চতর মাধ্যমিক স্কুল , আলগাপুর সার্কেল কার্যালয় , আলগাপুর ব্লক কার্যালয় , এএলসি কলেজ , জিনিয়ার্স জিনিয়র কলেল , আলগাপুর থানা , অমর জ্যোতি ক্লাব ,  সহ বিভিন্ন স্কুল , মাদ্রাসা ,প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পাঠ করেন প্রত্যেক স্কুল , কলেজ , মাদ্রাসার কর্মকর্তা সহ শিক্ষক ও পড়ুয়ারা। এদিকে বিভিন্ন ক্লাব , এনজিও এর ব্যবস্থাপনায় ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় ।এদিকে শনিবার ৭০ তম গণরাজ্য দিবস পালিত হয় জানকি বাজার এলাকায়। উত্তরকাঞ্চনপুর জিপির প্রতিটি স্কুলে এদিন যথা সময়ে  উত্তোলন করা হয়  ভারতের জাতীয় পতাকা।  স্কুলের ছাত্রছাত্রীরা    প্রভাত ফেরি,  বিভিন্ন ধরনের নাচগান খেলাধুলা এবং  প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান করতে  দেখা যায় সারাদিন ব্যাপি।  জানকি বাজার এমই স্কুলের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক নজরুল হক চৌধুরী। তার পর স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বের এক শুভযাত্রা,সারাদিন চলে স্কুলে বিভিন্ন ধরে প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান,  সন্ধ্যায় ছিল আলোকসজ্জা।

প্রজাতন্ত্র দিবসের তাত্পর্য নিয়ে পড়ুযাদের সামনে আলোচনা করেন প্রধান শিক্ষক নজরুল হক চৌধুরী  বিজ্ঞান শিক্ষক প্রনব পাল সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।  জানকি বাজার সিনিয়র বেসিক স্কুলে শিক্ষক সত্যব্রত সিংহ দিনব্যাপী ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে দেখা যায়। জানকি বাজার আদর্শ বিদ্যাপীঠের পতাকা উত্তোলন করেন অই স্কুলের এম ডি আলতাফ হুসেইন বড়ভুইযা এবং প্রধান শিক্ষক সালেহ আহমেদ লস্কর। সারাদিন ব্যাপি অই স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানকি বাজার অমরজ্যোতি ক্লাবের পতাকা উত্তোলন করেন সভাপতি প্রনয় মালাকার।