মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতি বিলের বিরুদ্ধে আসম জুড়ে প্রতিবাদ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪১ এএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

জাতি দ্রুহি বিলের বিরুদ্ধে সমগ্ৰ রাজ‍্যজুড়ে প্রতিবাদ অব্যাহত

জাতি দ্রুহি বিলের বিরুদ্ধে সমগ্ৰ রাজ‍্যজুড়ে প্রতিবাদ অব্যাহত

গুয়াহাটি প্রতিনিধি )২৫ জানুয়ারি

 

জাতি দ্রুহি বিলের বিরুদ্ধে সমগ্ৰ রাজ‍্যজুড়ে প্রতিবাদ অব্যাহত । নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের দাবিতে ৫ ঘন্টা অনশন কর্মসূচি অসম প্রদেশ কংগ্রেস কমিটির। সাংসদ সুস্মিতাকে নিজ সমষ্টিতে ২য় বার কালো পতাকা প্রদর্শন ।
সমগ্ৰ অসমের জনসাধারণ তথা ভোটারদের মতামত উপেক্ষা করে কেন্দ্র ও রাজ্যে অধিষ্ঠিত বিজেপি সরকার দ্বারা বলপূর্বক অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ এর প্রয়োগ করনের বিরুদ্ধে প্রদেশ কংগ্রস কমিটির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুন বরা, বরিষ্ঠ কংগ্রেস নেতা রাজ্যসভার সাংসদ ভুবনেশ্বর কলিতা, প্রাক্তন মন্ত্রী অকন বরা, বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরি, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ নাজমুদ্দিন, দুর্গা দাস বড়ো সমন্বিতে অন্যান্য বরিষ্ঠ নেতা কর্মি সহযোগে আজ দিসপুরস্থিত প্রেসক্লাব চত্তরে ৫ ঘন্টীয়া অনশন ধর্মঘট অনুষ্ঠিত হয়। দুই শতাধিক কংগ্রেস নেতা কর্ম্মীর উপস্থিতিতে ধর্মঘট কার্যসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কার্য্যসূচিতে বরাকের প্রতিনিধি হিসেবে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আইনজীবী দাইয়ান হুসাইন ছাড়াও প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের প্রশাসনিক সমন্বয়ক এম. ফুজাইল আহমেদ অংশগ্রহন করেন।