রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাম্প্রতিক অবসরপ্রাপ্ত শিক্ষকের স্বেচ্ছায় শিক্ষাদান

ইমদাদুল ইসলাম ও মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২০ জুলাই ২০২৪ শনিবার

 সাম্প্রতিক অবসরপ্রাপ্ত শিক্ষকের স্বেচ্ছায় শিক্ষাদান
ইমদাদুল ইসলাম ও মোঃ ইজাজ আহামেদ

মুর্শিদাবাদ, ১৯শে জুলাই,২০২৪: মুর্শিদাবাদ জেলার  ডোমকল থানার  মধুরকুল হাই স্কুলের (উঃ মাঃ) শিক্ষক ও দ্বিভাষিক কবি আশিফ মাসুদ আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন গত ১লা জুলাই ২০২৪ তারিখে। এলাকায় একজন আদর্শ, দক্ষ ও নীতিবান ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে। সরকারী নিয়মে তিনি স্কুল থেকে অবসর গ্রহণ করলেও স্কুলের ছাত্রছাত্রী ও সহকর্মীদের ভালবাসার তাঁকে এখনো হাতছানি দেয়। ফলে অবসর প্রাপ্ত হওয়ার পরেও তিনি তাঁর মুর্শিদাবাদ জেলারই অন্তর্গত ইসলামপুর নামক স্থানের বাড়ি থেকে প্রায় ১৯ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে নিয়মিত স্কুলে আসার ইচ্ছা পোষণ করেন। এবং সিদ্ধান্ত মতোই সেখানে তিনি বর্তমানে স্বেচ্ছায় স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়মিত শিক্ষা প্রদান করে আসছেন। তাঁর এই উদ্যোগকে স্কুলের ছাত্র-ছাত্রী, সহকর্মী ও অভিভাবকগণ সাধুবাদ জানিয়েছে। এখন এমন আদর্শ শিক্ষকের দেখা মেলা বিরল বলে অনেকে মনে করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন  আদর্শ শিক্ষকের দেখা মিলত তাহলে  নিঃসন্দেহে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থার আরও অনেক উন্নয়ন ঘটত বলে জানান এলাকাবাসী।