রহমতে আলম মিশনের প্রাক্তনিদের পুনর্মিলন উৎসব-২০১৯
সুমিতুল কামাল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:১৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সাড়ম্বর পূর্ণ জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়ে গেল রহমতে আলম মিশনের প্রাক্তনিদের বাৎসরিক পুনর্মিলন উৎসব-২০১৯। রবিবারের সারাদিনই মিশন প্রাঙ্গন ছিল প্রাণচাঞ্চল্যে উৎসব-মুখর। পুরাতনি বন্ধুত্ব ও মিশনের টানে দূর দূর জেলাগুলো থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় চার শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত হয় রহমতে আলম মিশন প্রাঙ্গনে 'রি-ইউনিয়ন-২০১৯' উপলক্ষে। মিশনের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন 'রহমতে আলম অ্যালুমনি অ্যাসোসিয়েশন' সারাদিন ব্যাপী একগুচ্ছ কর্মসূচির আয়োজন করে। উক্ত দিনে সকালে আয়োজিত বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরে স্থানীয় মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল পরিমানে সাড়া পরে। এর মাধ্যমে প্রায় তিন শতাধিক মানুষ উপকৃত হয়। প্রাক্তন বনাম বর্তমান ছাত্রদের মধ্যে ফুটবল ম্যাচ এবং প্রাক্তন ছাত্র বনাম শিক্ষক দের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। সেইসঙ্গে মুকাভিনয়, নাটক, ক্যুইজ, সংগীত, আবৃত্তি, হাস্যকৌতুক সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উৎসব সমাপ্ত হয়। প্রাক্তনিদের পক্ষ থেকে এই বছর 'শিক্ষক সম্মাননা' পান দুই শিক্ষক সন্দীপ মল্লিক এবং আব্দুল লতিফ। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুঃস্থ ছাত্রছাত্রী দের হাতে স্কলারশিপ তুলে দেন অ্যাসোসিয়েশনের সম্পাদক এবি সিদ্দিক। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম সাহেব ও সহ-সভাপতি মরহুম আব্দুর রশিদ সাহেবের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিডিও সামিরুল ইসলাম। মিশনের বর্তমান সম্পাদক আনিসুর রহমান বলেন-"ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষে সশরীরে মিশন ত্যাগ করলেও তাদের মন মিশন ত্যাগ করেনি, মিশনের প্রতি ভালোবাসার টানেই তারা বারংবার মিশনে ছুটে আসে"। রি-ইউনিয়ন নিয়ে প্রাক্তনিদের উৎসাহ ছিল তুঙ্গে। মিশনের প্রাক্তনি তথা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হাসানুল ইসলামের কথায় "পুরানো বন্ধুদের সাথে দেখা করার জন্য সারা বছর ধরে এই দিনটির অপেক্ষায় থাকি"।