কিডনি পাচার নিয়ে সচেতনা
শঙ্কর গুপ্তা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
উত্তর দিনাজপুর
রাড়িয়া গ্রামে এক সচেতনতা শিবির করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্যদপ্তর। রাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট, জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীস মন্ডল , রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা সহ অন্যান্য উত্তর দিনাজপুর জেলা পুলিশের আধিকারিকেরা। সচেতনতা শিবিরে আসা রাড়িয়া গ্রামের সাধারন মানুষদের কিডনি পাচার ও কিডনি প্রদানের কুফল সম্পর্কে অবগত করান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রাড়িয়া গ্রামে সক্রিয় হয়ে ওঠে কিডনি পাচারচক্র। ইতিমধ্যেই গ্রামের তিনজন দিনমজুর মানিক বর্মন, ভুপেন রায় ও মঙলু রায় কিডনি পাচারচক্রের শিকার হয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি খুইয়েছেন। অভাবের তাড়নায় তারা তাদের কিডনি বিক্রি করেছেন বললেও তারা যে কিডনি পাচারচক্রের শিকার হয়েছেন তা একপ্রকার নিশ্চিত উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আর সেই জন্য রাড়িয়া গ্রামে কিডনি পাচারচক্র রুখতে এলাকার মানুষদের সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। আজ রাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে কিডিনি পাচারচক্র নিয়ে এলাকার মানুষদের সচেতন করতে এক সচেতনতা শিবির করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। পুলিশ আয়োজিত আজকের এই সচেতনতা শিবিরে যোগ দিয়ে কিডনি দেওয়া মানিক বর্মন ও মঙলু রায় নিজেদের ভূল স্বীকার করে নেন। রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা তার বক্তব্যে এলাকার মানুষকে এই বিষয়ে সচেতন করার পাশাপাশি এটা যে আইনত দন্ডনীয় অপরাধ।