চলে গেলেন সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়
পুষ্পপ্রভাত অনলাইন ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত কারনে ভর্তি হয়েছিলেন হাস্পাতালে। মারা যান আজ বিকেলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
একাধিক পুরষ্কারে ভূষিত এই লেখকের ঝুলিতে ছিল মানিক স্মৃতি পুরস্কার(১৯৮৫), বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার(১৯৯১), বঙ্কিম পুরষ্কার(১৯৯৮)। ‘পঞ্চাশটি গল্প’ গল্প গ্রন্থের জন্য ২০০১ সালে পান সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার। তাঁর বেশ কিছু জনপ্রিয় উপন্যাসের মধ্যে পাঠক জগতে সাড়া জাগিয়েছিল ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’। উপন্যাসটিকে সাহিত্যিক সৈয়দ মুজতবা সিরাজ গ্রিক ট্র্যাজেডির সাথে তুলনা করেন।