রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের

কলকাতা প্রতিনিধি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

২০১৯ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা

২০১৯ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা

কলকাতায় ১১ জানুয়ারি  রবীন্দ্র-ওকাকুরা ভবনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা হয়। সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন জয় গোস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র উদ্যোগে আকাদেমির দ্বিতীয় ভবন রবীন্দ্র-ওকাকুরা ভবন সংলগ্ন প্রাঙ্গণে ১১-১৫ জানুয়ারি ২০১৯ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলার শেষ দিনে কবি ফারুক আহমেদ এর কবিতা পাঠ ছিল।

লিটল ম্যাগাজিন মেলাসহ উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, স্মারক সম্মান, প্রদর্শনী, গান সহ আলোচনাসভা, কবিতা ও গল্প পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

মেলায় ১৫ জানুয়ারি ২০১৯ বিকাল তিনটের সময় রবীন্দ্র-ওকাকুরা মঞ্চের নিকট নীরেন্দ্রনাথ চক্রবর্তী মুক্ত মঞ্চে  কবিতা পাঠ ও আবৃত্তি করলেন কবি ও "উদার আকাশ" পত্রিকা-প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ, কবি প্রবীর ঘোষ রায়, একরাম আলি, সুব্রতা ঘোষ রায়, তানীয়া চক্রবর্তী সহ বহু বিশিষ্ট কবি। কবিতা পাঠের পর কবিকে অর্থ মূল্য দিয়ে সম্মানিত করা হয় বাংলা আকাদেমির পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগে আয়োজিত এই মহা উৎসব ও সাংস্কৃতিক মিলন প্রয়াসের আয়োজনে কবিতা পাঠের জন্য কবি ফারুক আহমেদকে আমন্ত্রণ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র প্রশাসনিক আধিকারিক।

কবি ও সম্পাদক ফারুক আহমেদ এক বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, মহা এই সাংস্কৃতিক উৎসবে কবিতা পাঠ করতে পেরে তিনি মুগ্ধ হয়েছেন। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি কৃতজ্ঞ সরকারের কাছে। তিনি সরকারি উদ্যোগে এই সাহিত্য  উৎসবের সার্বিক সাফল্যও কামনা করছেন।

গত বছর ১২ জানুয়ারি ২০১৮ সালে ফারুক আহমেদ-এর কবিতা পাঠ ছিল। ওইদিন কবিতা পাঠের পর বাংলা ভাষার জনপ্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে ফারুক আহমেদ তাঁর সম্পাদিত "উদার আকাশ" পত্রিকা তুলে দিয়েছিলেন। ওইদিন কবি খুশিই হয়েছেন।
এবছর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর বেঁচে নেই। তবুও সর্বত্র তিনি আছেন। ফারুক আহমেদ আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে স্মরণ করেন।

এবছর ১৫ টি স্মারক সম্মান প্রদান করা হয়। ৪টি স্মারক বক্তৃতা। ৩০০ জন কবি-লেখকের সম্মিলন। ৩০০ লিটল ম্যাগাজিনের সম্ভার। সাময়িকপত্রের ১টি ফিরে দেখা সংকলন। ১টি প্রদর্শনী। ৪ দিন নানান ধরার বাংলা গানে সমৃদ্ধ হয়েছে এই সাহিত্য উৎসব।

উদার আকাশ লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিয়েছিল। উদার আকাশ এর ৮০ নম্বর টেবিল ছিল মেলায়। পশ্চিমবঙ্গ সরকার প্রতিদিন মেলায় অংশ নেওয়া লিটল ম্যাগাজিনের কর্মীদেরকে টিফিন, জল ও চা খাইয়ে মন জয় করে নিলেন।