দুর্ঘটনা এড়াতে কালিয়াগঞ্জ পুলিশের পদক্ষেপ
শঙ্কর গুপ্তা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে সচেতনা মূলক কর্মসূচী
উত্তর দিনাজপুর
দিন দিন যেভাবে পথ দুর্ঘটনা বেড়েই চলছে বিভিন্ন জায়গায়৷ রাজ্যে যাতে আর পথ দুর্ঘটনা না ঘটে সেই কারনে রাজ্য জুড়ে চালু করেন মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেই লাইফ প্রকল্প। এই প্রকল্পকে বাস্তবায়িত করে তুলতে বিভিন্ন সময়ে গাড়ি চালক থেকে শুরু করে সাধারন মানুষদের বিভিন্ন ভাবে সচেতন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এমন কি বিভিন্ন সময় বিনা হেলমেট চালকদের বিভিন্ন জায়গায় সচেতন করা হয়। যাতে তারা মোটর সাইকেল চালাবার সময় হেলমেট ব্যবহার যাতে করে। আর তাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে সচেতনা মূলক কর্মসূচীর আয়োজন
করা হয়। দুপুরে থানা প্রাঙ্গন থেকে সিভিক ভলেন্টিয়ারা মোটর সাইকেল চালিয়ে র্যালীর মধ্য দিয়ে শহরের রায়গঞ্জ- বালুঘাট রাজ্য সড়কের ধারে একটি সচেতনতা মূলক পথ সভার আয়োজন করা হয়েছে এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় টাউন বাবু অতুনু চক্রবর্তী,
ট্রাফিক ওসি বিনা শাং শেরপা,ট্রাফিক অফিসার প্রতাপ মির্শা সহ আর অনেকই।