শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাঁস নেই, মুরগি নেই আছে শুধু ডিম

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কৃত্রিম উপায়ে জন্ম হচ্ছে জীবন্ত হাঁস মুরগির ছানা

কৃত্রিম উপায়ে জন্ম হচ্ছে জীবন্ত হাঁস মুরগির ছানা

উত্তর দিনাজপুর


 হাঁস নেই, মুরগি নেই আছে শুধু ডিম। সেই ডিম থেকে কৃত্রিম উপায়ে জন্ম হচ্ছে জীবন্ত হাঁস মুরগির ছানা। এই অভিনব আবিস্কার করেছেন চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের সুভান্দী গছ গ্রামের বেকার ছেলে দেবাশীষ খাঁ। দেবাশীষ শুধু ডিম থেকে নিজের তৈরি মেশিনে ডিম থেকে বাচ্চাই বের করেছেন না। তার সঙ্গে বাড়ির চার পাশে হাইব্রিট পেঁপে চাষ করে ভাল আয় করছেন সঙ্গে হাঁস মুরগি পালন ও শাক সব্জী চাষ করে সমাজে সে হিরো। বুদ্ধিমন্ত কর সহ গ্রামবাসীরা জানান, দেবাশীষ খুব পরিশ্রমী ছেলে। সে যদি সরকারি সাহায্য পেতো, তাহলে ও বড় মেশিন তৈরি করে ডিম থেকে বাচ্চা বের করে ভালো আয় করতে পারতো। বর্তমানে সে যে মেশিনটি বানিয়েছে তাতে ওর ৬-৭হাজার টাকা খরচ হয়েছে। এই ছোট্ট মেশিনে সে ২০টি ডিম থেকে বাচ্চা বের করতে পারছে। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।