ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৮ অক্টোবর) দুপুরে এ আইনের বিলে সাক্ষর করেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের ওপর আনীত সংশোধনী, জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
পাস হওয়ার পর থেকেই নানা মহলে এটি নিয়ে উদ্বেগ, বিতর্ক আর সমালোচনা চলছে। আইনটির অনেক ধারায় হয়রানি ও অপব্যবহার হতে পারে বলে গণমাধ্যম এবং মানবাধিকার-কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
আইনটি পাস হওয়ার প্রতিবাদে সম্পাদকেরা মানববন্ধন করার ঘোষণা দিয়েছিলেন। এরপর সম্পাদকদের সঙ্গে বৈঠক করে গণমাধ্যমের আপত্তিতে থাকা ধারাগুলো আলাপ–আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছিলেন আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
৩ অক্টোবর গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধী মন না হলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগের কারণ নেই।