রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।মৃতের নাম তুফানু মহলদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।মৃতের নাম তুফানু মহলদার
(৪৫)।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে।গ্রামের বাড়িতে মৃতের দেহ ফেরাতে চাঁদা তুলছেন গ্রামবাসী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অভাবের তাড়নায় প্রায় নয় মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজ মিস্ত্রীর জোগানদারের কাজ করতে যায় তুফানু।সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুষিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদারকেও।শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে।সেদিনই সন্ধ্যার সময় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের।শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে‌ পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।শোকস্তব্ধ গোটা এলাকা।কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার।দিল্লি থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় ৫০ হাজার টাকা।এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার।এই খবর জানতে পেরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছে।সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিন বন্দী দেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে বলে জানান এলাকাবাসী।