সিমলাপালের বাপুজী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
ABDUL HAI
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
রোগীর প্রয়োজনে রক্তদান, দাতার রক্তে বাঁচুক প্রাণ স্লোগানকে সামনে রেখে সিমলাপালের বাপুজী সংঘের উদ্যোগে ১৮ তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। রবিবার বাপুজী সংঘ প্রাঙ্গনে শিবিরে উপস্থিত ছিলেন সিমপালের বিডিও মানস চক্রবর্ত্তী বি.এম.ও.এইচ ডাঃ রামাশীষ টুডু, বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য, সিমলাপাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি সুরজিৎ পতি প্রমুখ।
আয়োজক বিক্রমপুর বাপুজী সংঘের তরফে জানানো হয়েছে, বছরভর তাঁরা নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন, তার মধ্যে অন্যতম রক্তদান উৎসব। এবার ১৫ জন মহিলা সহ ৫৩ জন রক্তদান করেছেন বলেও তাঁরা জানিয়েছেন।
উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য বলেন, বাপুজী সংঘ কোন তথাকথিত ক্লাব নয়, একটি সংগঠন। বরাবর জনস্বার্থে কাজ করে চলেছেন এই সংগঠনের সদস্যরা।
সিমলাপালের বি.এম.ও.এইচ ডাঃ রামাশিস টুডু বলেন, রক্ত কৃত্রিমভাবে তৈরী করা যায়না, তাই এই ধরণের রক্তদান শিবির সংগঠিত করার কাজে প্রতিটি ক্লাব-সংগঠনের এগিয়ে আসা উচিৎ।