রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদহের জালালপুর গ্রামপঞ্চায়েতে এক ট্রাক্টর চালকের মৃত্যু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রোববার

মালদা:----এক ট্রাক্টর চালকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মালতীপুর বিধানসভার জালালপুর গ্রামপঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। সারারাত নিখোঁজ থাকার পর ভোররাতে গুরতর জখম অবস্থায় বাড়িতে পৌঁছালে লুটিয়ে পড়ে সে। আমাকে মেরে ফেলল। স্ত্রীকে এই কথা বলার পরেই জ্ঞান হারায়।মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। আর্থিক লেনদেনের জেরেই স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি  তাঁর স্ত্রী কোহিনুর বিবির।
এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মাসিদুর রহমান (৪০)।পেশায় ট্রাক্টর চালক।দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।


তার স্ত্রী বলেন, আমার স্বামী আগে ভিনরাজ্যে শ্রমিক নিয়ে যেতেন। সে নিয়ে ইউনুসের কাছে সাড়ে লক্ষ টাকা পেত।পাশাপাশি আমার স্বামীর কাছে আনসারুল চার হাজার টাকা পেত।তারাই খুন করে থাকতে পারে।