রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষাউন্নয়নে ৫০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক্সপোজার ভিজিট

তনয় মিশ্র, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২১ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার

মালদা জেলার শিক্ষার মান উন্নয়নে বাছাই করা ৫০ টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের
নিয়ে এক্সপোজার ভিজিট অর্থাৎ  শিক্ষামূলক ভ্রমণ ও ওয়ার্কশপের আয়োজন করেছে সমগ্র শিক্ষা মিশন।
সমগ্র শিক্ষা মিশন শুক্রবার মালদার এই শিক্ষকেরা পার্শবর্তী পড়শী জেলা মুর্শিদাবাদের  তিনটি বিদ্যালয় শিক্ষামূলক  ভ্রমনে যাচ্ছেন। 
এই তিনটি বিদ্যালয়  হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই ব্লকের জোতকমল  উচ্চ বিদ্যালয়, লালগোলা এম এন একাডেমি, ও লালগোলা লস্করপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
শুক্রবার সকালে পতাকা উত্তোলন ফিতা কেটে এই কর্মসূচি উদ্বোধন করবেন সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক সৌম্য ঘোষ । 
এছাড়াও এছাড়া ঐ যাত্রার শুভারম্ভ করবেন জেলার   ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন। ডি আই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুজিত সামন্ত, ডি আই প্রাইমারি সত্যজিৎ মন্ডল ।
মুর্শিদাবাদের এই তিনটি বিদ্যালয় ইতিমধ্যে জেলা ও রাজ্য পর্যায়ের একাধিক পুরস্কারে ঘোষিত হয়েছে।  পঠন পাঠন ছাড়াও এই বিদ্যালয় সারা বছর ধরে একাধিক পঠন পাঠন বহির্ভূত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। 
শিক্ষামূলক ভ্রমণে দুই জেলার শিক্ষকরা নিজেদের মধ্যে পঠন পাঠন শৈলী বিদ্যালয়ের পরিকাঠাম ও ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের বাইরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে আলোচনা ও আদান-প্রদান করবে।  ওরে দুই জেলার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের শিক্ষার মান উন্নয়ন হবে বলে সমগ্র শিক্ষা মিশনের দাবি ।