রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

htশিক্ষার এই আলোকিত আঙিনাতে তোমাদের করছি বরণ শুভ হোক তোমাদের আগমন

আবদুল হাই, বাঁকুড়াঃ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

তোমাদের আগমনে হাজার কলিরা পাপড়ি মেলে আধার রজনী শেষে পুবের আকাশে রক্তিম সূর্য্য দোলে হৃদয় বীণার তারে নতুনের সুরে সুরে তোমাদের করছি বরণ শুভ হোক তোমাদের আগমন

নবীন সাথীরা হাতে হাত রাখো বল পুষ্পিত বিশ্ব চাই ভুলে হানাহানী মুছে ব্যাথা গ্লাণী এসো মুক্তির কেতন উড়াই

তোমাদের পদভারে মুখরিত হবে এই আঙিনা হৃদয় দোয়ার খুলে করছি বরণ তাই ভুলে গিয়ে সব বেদনা হৃদয় বীণার তারে নতুনের সুরে সুরে তোমাদের করছি বরণ শুভ হোক তোমাদের আগমন ॥পলাশ ফুল দিয়ে যেমন বসন্তকে বরণ করে নেওয়া হয় ঠিক তেমনি আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের পঞ্চম ও একাদশ শ্রেণীর নবাগত ছাত্র ছাত্রীদের কপালে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিন ধরে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নবাগত ও প্রবীনদের চোখে মুখেও ছিল খুশির ঝিলিক। এই অনুষ্ঠানে শিক্ষকেরা ছাত্র ছাত্রীদের জীবনে বিভিন্ন মহাপুরুষ ও মহিয়সীদের জীবনাদর্শ এবং মৃল্যবোধ মেনে চলার পরামর্শ দেন।