রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন দিল এবিটিএ

আবদুল হাই, বাঁকুড়াঃ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৬ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

 নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,বাঁকুড়া জেলা শাখার উদ‍্যোগে পেশাগত ও শিক্ষাগত দাবিতে জেলা বিদ‍্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন ।ডেপুটেশনের আগে মিছিল করে শহর পরিক্রমা করা হয়।
শিক্ষায় বেসরকারিকরণ,বানিজ‍্যিকীকরণ,সাম্প্রদায়িকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে জাতীয় শিক্ষানীতি -২০২০ এবংরাজ‍্যের শিক্ষানীতিতে।
সাধারণ বিদ‍্যালয় রক্ষার স্বার্থে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির লড়াই চলছে।
সারা রাজ‍্যের সাথে সাথে এদিন বাঁকুড়া জেলাতেও শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেছে,স্কুলছুট বাড়ছে,এসবের প্রতিবাদ করা হয়।
 মধ‍্যশিক্ষা পর্ষদের লাগামছাড়া ফি বৃদ্ধি,পর্ষদের অপরিকল্পিত কাজেরও প্রতিবাদ করা হয়।
বক্তব্য রাখেন জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত,উত্তম খাঁ,মহসীন মন্ডল।
ডেপুটেশন দিতে যান অস্মিতা দাশগুপ্ত,মনোরঞ্জন চোঙরে,তাপস কুমার মহান্তি,আশিস পান্ডে,নন্দলাল পাত্র,তাপস ঘোষ,শুভময় মুখোপাধ‍্যায়,কৃষ্ণপদ বাগ প্রমুখ।