বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে AIS IPPS তৈরি করতে হবে অ্যাডভান্সড নীটের অনুষ্ঠানে কালিয়াচক কলেজের অধ্যক্ষ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

এক সময় রাজ্যের অন্য জেলার তুলনায় মালদা জেলা লেখাপড়ায় পিছিয়ে ছিল। বর্তমান সময়ে  মালদা জেলা প্রথম শ্রেনির জেলাগুলিকে টেক্কা দিচ্ছে। মালদা জেলার শিক্ষার পরিকাঠাম নিয়ে এমনি কথা বললেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডঃ নাজিবুর রহমান। তিনি জানান, মালদা কলেজের পরেই উত্তর মালদায় কলেজ পেয়েছে সামসি কলেজ, চাঁচল কলেজ। তার অনেক পরে দক্ষিন মালদায় কলেজ হয়েছে। সেক্ষেত্রে দক্ষিন মালদার কালিয়াচক অনেক পিছিয়ে ছিল। কিন্তু এখন বেসরকারি স্কুলের ছত্রছায়ায় সাফল্যের চরম শিখরে পৌঁছেছে কালিয়াচক। এখানে ডাক্তার গড়ায় যজ্ঞ চলছে। একজন ডাক্তার হলে এলাকার বহুমানুষ কাজ পায়। দাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি আইএএস আইপিএসও তৈরি করতে হবে। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কালিয়াচকের অ্যাডভান্সড নীট কোচিং ইনস্টিটিউটের অনুষ্ঠানে ডঃ নাজিবুর রহমান একথা জানান। অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কালিয়াচক কলেজের কালিয়াচক কলেজের প্রফেসার ডক্টর মুজতবা জামান হাসান, গৌড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ডক্টর নাজমুল হক অ বিশিষ্ট সমাজসেবী আতিউর রহমান। 
অ্যাডভান্সড নীট কোচিং ইনস্টিটিউটের চিফ ডিরেক্টর আব্দুস সালাম ও আনিকুল ইসলাম জানান,  ২০২১ সালের অক্টোবরে মাত্র ২২ জন ছাত্রছাত্রী নিয়ে নীটের ক্লাস শুরু করেছিলাম, প্রথম বছরেই ৫ জন নীটে সফলতা লাভ করেছিল, এই বছর ৯ জন নীটে সফলতা লাভ করে তারা বিভিন্ন কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছে।