রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে ভোট পর্ব শান্তিপূর্ণভাবেই

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

শনিবার সকাল থেকে ভোট পর্বের সূচনা শান্তিপূর্ণভাবে হলেও কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে । এদিন সকাল সকালই মানুষের লাইন চোখে পড়েছে বিভিন্ন বুথে। অভিযোগ উঠেছে, বহু বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না। কোনও কোনও বুথে আবার সিভিক ভলান্টিয়ারদেরও দেখা গিয়েছে। কলকাতা হাইকোর্টের পরিষ্কার নির্দেশ ছিল, বুথে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে রাখা যাবে না। সাতসকালেই বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনেন। তবে বেশ কয়েক জায়গায় শান্তিপূর্ণ অবাধ ভোট হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ঘটনা সামনে আসছে।
এবার পঞ্চায়েত ভোট হচ্ছে ৬০ হাজার ৫৯৩টি বুথে। মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। সব চেয়ে বেশি ভোটার রয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলার মোট ভোটার ৫৭ লক্ষ ৭৪ হাজার ৪৮২। চাহিদামতো কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেলেও প্রতি বুথে সেই জওয়ানদের রাখা যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে রাজ্য নির্বাচন কমিশনও।