রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

বিধায়ক অনুপ কুমার সাহার  উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও কলম বিতরণ,নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে,

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৭:০১ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার

বিধায়ক অনুপ কুমার সাহার  উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও কলম বিতরণ,নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে,

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ মঙ্গলবার থেকে ২০২৩ বর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু।খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে দুরদুরান্ত থেকে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও কলম বিতরণ করা হয় দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে। এদিন জলের বোতল ও কলম বিতরণ স্থলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি নৃপেন্দ্রনাথ সৌ,দুবরাজপুর বিধানসভা কেন্দ্র শিক্ষাসেল এর কনভেনর বুদ্ধদেব চক্রবর্তী, ব্লক কো কনভেনার প্রদীপ রুই দাস, জেলা পরিষদ দুই  এর সভাপতি রথিলাল সিংহ,যুব মোর্চার সভাপতি হেমন্ত ভান্ডারী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মীবৃন্দ।