শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খয়রাসোল এলাকার কৃষ্ণপুর বড়জোর গ্রামে বিজেপির সভায় ব্লক ও স্থানীয় তৃনমূল নেতাদের হুঁশিয়ারি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০১ এএম, ৫ মার্চ ২০২৩ রোববার

খয়রাসোল এলাকার কৃষ্ণপুর বড়জোর গ্রামে বিজেপির সভায় ব্লক ও স্থানীয় তৃনমূল নেতাদের হুঁশিয়ারি

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গ্রীষ্মের তাপপ্রবাহ যেমন বাড়ছে রাজনীতিতে ও পারদ সমানতালে বেড়ে চলেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে।নির্বাচনী নির্ঘন্ট না বাজলে ও রাজনৈতিক দল গুলি ইতিমধ্যে আসরে নেমে পড়েছে।
আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তথা কর্মীদের মনোবল শক্তিশালী করার লক্ষ্যে আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ১ নম্বর মন্ডলের কেন্দ্রগড়িয়া অঞ্চলের উদ্যোগে  কৃষ্ণপুর- বড়জোড় গ্রামে দলীয় কর্মীদের  নিয়ে বাদ্যযন্ত্র, দলীয় পতাকা,ব্যানার ইত্যাদি সহযোগে পদযাত্রা বের হয়।পরে স্থানীয় মনসা মন্দির সংলগ্ন স্থানে পথসভার মাধ্যমে দলীয় কর্মসুচী পালন করা হয়।
আজকের পথসভায় পশ্চিমবঙ্গ সরকারের নানান দূর্ণীতির কথা উপস্থিত বক্তারা জনসমক্ষে তুলে ধরেন।এছাড়াও বলেন ভয় মুক্ত পরিবেশ,সন্ত্রাশমুক্ত বাতাবরণ তৈরীর আওয়াজ তোলা হয়েছে।চোখ রাঙিয়ে ধমকে চমকে বিজেপিকে যে আটকানোর চেষ্টা করা হয়েছিল, তাদের বলেন সাধু সাবধান।সময় হয়েছে মানে মানে কেটে পড়ো। তৃণমূল কংগ্রেসের নেতা আজকে দিল্লিতে যাচ্ছে,তিহার জেলের জল খেতে।বাকীদের ও আলিপুর জেলের জল খাওয়ানো হবে বলে তৃনমূল নেতাদের হুঁশিয়ারি দেন।আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে বলে বিজেপি জেলা নেতৃত্বের দাবি।এদিন খয়রাসোল ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী সহ কেন্দ্র গড়ে অঞ্চলের বাসিন্দা তথা খয়রাসোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীমা ধীবর ও প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন কে ও সরাসরি হুঁশিয়ারি করেন।এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা বি জে পি এর  সভাপতি ধ্রুব সাহা,জেলার সাধারন সম্পাদিকা রীতা পাল ও সাধারন সম্পাদক টুটুন নন্দী,দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের কনভেনার সুকুমার নন্দী, ও বি সি সেলের জেলা সভাপতি সুখময় গড়াঁই,খয়রাসোল এ এবং বি মন্ডলের সভাপতি গনেশ ঘোষ ও রথীলাল সিংহ,জেলা যুব সহসভাপতি নৃপেন্দ্র নাথ সৌ,ব্লক কো কনভেনার প্রদীপ রুইদাস, যুব সভাপতি উৎপল সাঁই, সহ দলীয় কার্যকর্তারা ও কর্মী সমর্থকেরা।একান্ত সাক্ষাৎকারে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা আজকের কর্মসূচি ও দলীয় কর্মীদের প্রতি যে বার্তা দিলেন তার বিবরণ দেন।