কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র, মাঠ কে দ্রুত খেলার উপযোগী করে তোলা হবে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র, মাঠ কে দ্রুত খেলার উপযোগী করে তোলা হবে
আজ শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। উল্লেখ্য গত একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সভা অনুষ্ঠিত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। মাঠের মধ্যে খোঁড়া হয়েছিল গর্ত, এইজন্য বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় মেয়র গৌতম দেব কে। কাঞ্চনজঙ্গা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। মেয়র এই বিষয়ে জানান আগামী এক মাসের মধ্যে খেলার উপযুক্ত করে দেওয়া মাঠ কে। এইজন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে। মাঠের মধ্যে ৮ থেকে ৯ কেজি মতো পেরেক ছিল সেগুলি চুম্বকের সাহায্যে তুলে ফেলা হয়েছে। এছাড়া এটেল মাটি দেওয়া হচ্ছে মাঠে, মাঠে জল দেওয়া হচ্ছে, সাধারণত এই সময় টানের সময়। তাই পর্যাপ্ত জল দিয়ে মাঠ ভিজিয়ে রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে এই মাঠ খেলার উপযোগী হয়ে উঠবে।