রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

নকল ডিম আতঙ্ক মানিকচকে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার | আপডেট: ১০:৫৮ এএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার

নকল ডিম আতঙ্ক মানিকচকে

 মানিকচক: পুষ্টিকর ও সুষম খাবারের মধ্যে পড়ে ডিম।সেই ডিম যদি নকল বা প্লাস্টিকের হয় তাহলে তো আতঙ্ক হবেই বলা যেতে পারে। এমন এক দৃশ্য দেখা গেল মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় । জানা গেছে,টিফিন করার উদ্দেশ্যে বেশ কয়েকটি ডিম আনা হয়েছিল এনায়েতপুরের একটি ডিম ব্যবসায়ীর কাছ থেকে। সিদ্ধ করার পর ডিম খেতে গিয়ে চক্ষু চোরখগাছ ডিম ক্রেতা সুনন্দ মজুমদারের।দেখেন ডিমের মধ্যে যে কুসুম রয়েছে তা দেখতে একেবারে পিচের মতো কালো বলে দাবি ক্রেতা সুনন্দ মজুমদারের। তিনি আরো বলেন আমার মনে হয় ডিম নকল।তিনি প্রশাসনের কাছে যাচাইয়ের অনুরোধ করেছেন।পাশাপাশি শিক্ষিকা সুপর্ণা মানিক বলেন ডিম পুষ্টি কর খাবার আর তাতেই যদি এমনই ঘটনা।ডিম ভেঙে দেখা যাচ্ছে ভেতরে কালো রঙের কি যেনো আছে।এই ডিম শিশু থেকে শুরু করে গর্ভবতী মা রা ও খায়।প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে এমন ডিম বাজারে আর বিক্রি না হয়।এবিষয়ে ডিম ব্যবসায়ী আজমির বলেন, আমি ডিম কিনে এনেছি মিল্কী থেকে।কোনো দিন এরকম হয়নি।কি ভাবে হলো বুঝতে পারছি না।