রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দার্জিলিং ভ্রমণে গিয়ে মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হল মানিকচকের এক যুবকের।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

দার্জিলিং ভ্রমণে গিয়ে মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হল মানিকচকের এক যুবকের।

পার্থ ঝা,মানিকচক;দার্জিলিং ঘুরতে গিয়ে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তরতাজা এক যুবকের।জানা গেছে,চার বন্ধু মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল।বিগত বুধবার দুটো বাইকে চার বন্ধু ডুয়ার্সের যাওয়ার উদ্দেশ্যে মালদার মানিকচকের ধরমপুর এলাকা থেকে রওনা দেয়।সেখান থেকে তাঁরা শুক্রবার দুপুর নাগাদ দার্জিলিং যায়।দার্জিলিং পৌঁছে পরিবারের লোকজনের সাথে ফোনে কথাও বলে তাঁরা।শনিবার বাড়ি ফেরার সময় তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাঁকে বাইক পড়ে যায় বলে জানা গেছে।বাইক পড়ে যাওয়ায় বাইক চালক এবং আরোহি নীচে পড়ে যায়।বাইক চালক গাছে আটকে গেলেও আরোহী নীচের দিকে পরে যায়।ঘটনার খবর পেয়ে স্থানীয় রংলী থানার পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় তিস্তা হাসপাতালে নিয়ে যায়।সেখানেই চিকিৎসক বাইক আরোহী সৌরভ সাহাকে মৃত বলে ঘোষনা করেন।অপর দিকে,বাইক চালক হুমায়ন সাগীর গুরুতর জখম অবস্থায় তাকে কালিম্পং হাসপাতালে পাঠায়।আরো জানা গেছে,মৃত সৌরভ সাহার বাড়ি মালদার মানিকচকের ধরমপুর চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচিশা এলাকায়।সৌরভ দ্বাদশ শ্রেনী পাশ করে ভিনরাজ্যে কাজ করতেন।কিছু দিন হল বাড়ি ফিরেছে।বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সৌরভ।চার বন্ধু সৌরভ সাহা,আনসারুল হক,প্রভাকর রায় ও হুমায়ন সাগীর।এদের প্রত্যেকের বাড়ি মানিকচকের পাঁচিশা ও মীরাগ্রাম এলাকায়।শনিবার দুর্ঘটনার খবর সৌরভের পরিবারের লোকজন জানতে পারেন।ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।