সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কতে উদ্ধার কাজের সঙ্গে চলছে নির্মাণ কাজ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কতে উদ্ধার কাজের সঙ্গে চলছে নির্মাণ কাজ
চলতি মাসের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কে পেয়ে উচিত ছিল তুরস্ক সিরিয়া। ভূমিকম্পের কারণে প্রচুর ঘরবাড়ি ভেঙে । যত দিন যাচ্ছে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কার্যবাহিনী জোর কদমে উদ্ধার কার্ড চালাচ্ছে। ইতিমধ্যেই তুরস্কের মৃত্যুর সংখ্যা ৪৪ হাজারের উপর ছাড়িয়ে গেছে। অপরদিকে সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারের উপরে। সব মিলিয়ে দুই দেশের মৃত্যুর সংখ্যা পঞ্চাশ হাজারের উপরে ছাড়িয়ে গেছে। প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তুরস্কের এক লক্ষ ৬০ হাজার বাড়ি ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে বলে জানা গেছে। ধ্বংসের মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে, তুরস্কের বর্তমান সরকারের তরফ থেকে জানানো হয়েছে এক বছরের মধ্যেই সমস্ত ভেঙে যাওয়া বাড়িগুলিকে নতুন করে তৈরি করা হবে। উদ্ধার কাজের পাশাপাশি চলছে নির্মাণের কাজও।