রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

শিলিগুড়িতে অগ্নি কান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার | আপডেট: ০৭:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

শিলিগুড়িতে অগ্নি কান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

শনিবার সাত সকালে শিলিগুড়ি পুরো নিগমের 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অশোকনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব দাসের বাড়িতে উনানে রান্না হচ্ছিল, সেই সময় কোনভাবে উনান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা খবর দেয় দমকলে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘন্টার মধ্যে আগুন নেভায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। ঘটনার সংবাদ শুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে দেখা করতে যান ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিক্ষা চ্যাটার্জী, এছাড়া এলাকা পরিদর্শনে যান ওয়ার্ডের কাউন্সিলর। ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করতে যান শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব। সকলেই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।