সিগমা মিশনের ল্যাবের উদ্বোধন করলেন সায়েন্টিস্ট ডঃ মোহাম্মদ হামিদুর রহমান।
মোঃ আবুল কাশিম, কালিয়াচক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
কালিয়াচকের মোজমপুর-সাহবাজপুর এলাকা কালিয়াচক তথা মালদা জেলার শিক্ষা হাবে রূপান্তরিত হয়েছে, এই এলাকায় তৈরী হয়েছে অনেক আবাসিক-অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান গুলোর মধ্যে সিগমা মিশন অন্যতম। আজ সিগমা মিশনের ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচকেরই এক রত্ন সায়েন্টিস্ট ডঃ মোহাম্মদ হামিদুর রহমান,তিনি বলেন শিক্ষা-ক্ষেত্রে কালিয়াচক এখন অনেকটাই উন্নত, আমাদের আরো এগোতে হবে,সেরার সেরাটা আমাদেরই হতে হবে।বিশ্ব-দরবারে কালিয়াচকের সুনাম পৌঁছে দেওয়ার দায়িত্ব কালিয়াচকের ভবিষ্যৎ তথা কালিয়াচকের ছাত্র-ছাত্রীদের। সিগমা মিশনের প্রধান শিক্ষক সেখ সাহাবুদ্দিন জানান যেকোন বিষয় পঠন-পাঠনের সঙ্গে সঙ্গে হাতেনাতে দেখিয়ে দিলে বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা আসে কাজেই মিশনে ল্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।