রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

এবার নিষ্পাপ শিশুরা বোমা বিস্ফোরণের শিকার, বীরভূমে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

এবার নিষ্পাপ শিশুরা বোমা বিস্ফোরণের শিকার, বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- নিষ্পাপ শিশুরা ও এবার বোমা বিস্ফোরণের শিকার।বুধবার বিকেলে বোমা ফেটে জখম হলো চার শিশু। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর সংলগ্ন খরাশিনপুর গ্রামে । আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ বিকেলে ওই চার শিশু খেলা করছিল । ঝোঁপের মধ্যে সেই সময় একটি প্যাকেট তারা কুড়িয়ে পায় । সেই প্যাকেটটির ভেতর থাকা বোমা হাতে তুলতেই সেটি ফেটে গিয়ে ঘটে এই বিপত্তি। জানা যায় আরমান শেখ (৬), ইনাল শেখ(৮ ), 
রেহান শেখ(৫ ) ও সোহান শেখ(৭ ) একত্রে খেলা করছিল সেই মুহুর্তে ঘটনাটি ঘটে।আরমান শেখ নামে ছয় বছর বয়সী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার প্রেক্ষিতে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও   হাসপাতালে শিশুদের খোঁজ খবর নিতে ছুটে আসেন অ্যাডিশনাল এসপি অভিষেক রায়, রামপুরহাট আইসি দেবাশীষ চক্রবর্তী, রামপুরহাট এসডিপিও  ধিমান মিত্র।ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।উল্লেখ্য গতকাল মাড়গ্রাম থানার তপন গ্রাম থেকে দুটি প্লাস্টিক বালতি ভর্তি ৩০-৩৫ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, বোমা পিস্তল উদ্ধারের ঘটনা ও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিন প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্থানে উদ্ধার হচ্ছে বোমা পিস্তল।জেলা জুড়ে বছর ভোর বোমার ঘটনা ঘটছে, বাড়ছে বোই কমছে না। বগটুই,বাশজোড়, মাড়গ্রামে বোমার আঘাতে নিহতের ঘটনা সামনে এসেছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্ত্বর জুড়ে নিষ্পাপ শিশুদের মায়ের ও আত্মীয় স্বজনদের কান্নার রোল কি দুষ্কৃতিদের মনে নাড়া দেবে, প্রশ্ন অসহায় মানুষের।