শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিলেন ব্যবসায়ীরা।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

মালদা: মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিলেন ব্যবসায়ীরা। ট্রাক পিছু  ৫০০ টাকা করে দাবি করছেন কাস্টমস আধিকারিক।টাকা না দিলে করা হচ্ছে দুর্ব্যবহার।এরই প্রতিবাদে রপ্তানি বন্ধের ডাক মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মহদীপুর কাস্টমসে কর্মরত সুপারিনটেনডেন্ট মৃদুল নস্কর। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মালদা জেলা শাসকের।মালদার মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 লরি এপার থেকে ওপার বাংলায় যায়। সুবিধা অ্যাপের মাধ্যমে স্লট বুক করে চলে রপ্তানি বাণিজ্য। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ সুবিধা অ্যাপের মাধ্যমে স্লট বুক করার পরেও কাস্টমসের আধিকারিক ট্রাক প্রতি ৫০০ টাকা করে দাবি করেন। টাকা দিলে তবে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক নিয়ে যাওয়ার অনুমতি দেন কাস্টমস আধিকারিকরা। আর টাকা না দিলেই দুর ব্যবহার করা হয় ব্যবসায়ীদের সাথে। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দিলেন  মহদীপুর  এক্সপোটার্স অ্যাসোসিয়েশন ও সি এন্ড এফ অ্যাসোসিয়েশন। আর এই বাণিজ্য বন্ধের ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা পাশাপাশি ব্যাপক ক্ষতির সম্মুখীন কেন্দ্র ও রাজ্য সরকার।যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মহদীপুর কাস্টমসের সুপারিনটেনডেন্ট মৃদুল নস্কর। ক্যামেরার সামনে কিছু না বললেও তার দাবি, কাস্টমসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।