রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সব বাঙ্গালীর সেরা খেলা তুমি ফুটবল।এই কথাটি ফের মনে করিয়ে মানিকচক রেড ড্রাগন ক্লাবের উদ্যোগে শুরু হল তিনদিন ব্যাপী মহিলা ফুটবল টুর্ণামেণ্ট।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

মানিকচক;সব বাঙ্গালীর সেরা খেলা তুমি ফুটবল।এই কথাটি ফের মনে করিয়ে মানিকচক রেড ড্রাগন ক্লাবের উদ্যোগে শুরু হল তিনদিন ব্যাপী মহিলা ফুটবল টুর্ণামেণ্ট।মানিকচক শিক্ষা নিকেতন ময়দানে সোমবার বিকাল নাগাদ খেলার শুভাআরম্ভ হয়।উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,বিশিষ্ট সমাজসেবী পার্থ সারথী ঘোষ,বিশিষ্ট সমাজসেবী চন্দন পোদ্দার সহ অনান্যরা।আজ উদ্ধোধনী খেলায় শিলিগুড়ি বনাম কলকাতা মুখোমুখি হয়।জানা গেছে তিনদিনের খেলার মোট আটটি দল অংশ গ্রহন করবেন এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৫ ই ফেব্রুয়ারি।ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।