রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেমিমা,রিচার চওড়া ব্যাটের কাছে আত্মসমর্পণ পাকিস্তানী বোলারদের,

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

জেমিমা,রিচার চওড়া ব্যাটের কাছে আত্মসমর্পণ পাকিস্তানী বোলারদের,


বিশ্বকাপের পটভূমিতে ভারতীয় দলের কাছে  পাকিস্তানের হার অভ্যাসে পরিণত হয়েছে। এদিন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ স্টেজে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হয়। পাকিস্তানকে অনায়াসে ৭ উইকেটে হারিয়ে যায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান মহিলা ক্রিকেট দল নির্ধারিত ওভারে ১৪৯ রান তুলে।  ব্যাট করতে নেমে ভারত এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। জেমিমা রড্রিগেজ ৩৮ বলে ৫৩ রান, রিচা ঘোষ ২০ বলে ৩১ । শেষ ৬ ওভারে দরকার ছিল ৫৫ রান, তবে রিচা ঘোষের দুর্দান্ত ইনিংসের কারণে বাকি থাকতেই ভারত প্রয়োজনীয় রান তুলে নেয়। দুর্দান্ত ইনিংস খেলেন রিচা ঘোষ, বেশ কয়েকটি দৃষ্টি নন্দন শট আসে তার ব্যাট থেকে। প্রসঙ্গত মহেন্দ্র সিং ধোনির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে রিচা নিজে ক্রিকেট ক্যারিয়ার শুরু করে। দ্য গ্রেট ফিনিশার মহেন্দ্র সিং ধোনির মত হতে চায় সে। এদিন তার চওড়া ব্যাট ভারতীয় ক্রিকেটকে ভরসা যোগালো।