জেলার আর্থিক উন্নয়নের লক্ষ্যে মালদায় মেগা কার্পেট ক্লাস্টারে জোর জেলা প্রশাসনের।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
জেলার আর্থিক উন্নয়নের লক্ষ্যে মালদায় মেগা কার্পেট ক্লাস্টারে জোর জেলা প্রশাসনের। আজ মালদার ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত সাতটারি গ্রামে কার্পেট কারখানাগুলো পরিদর্শনে যান মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া সাথে ছিলেন জেলা শিল্প দপ্তরের আধিকারিকরা। মালদহের ইংলিশবাজার ব্লকের সাতটারি এবং মানিকচক ব্লকের এনায়েতপুর, নূরপুর সহ মালদা জেলায় মোট পাঁচ হাজারেরও অধিক কারিগর এই কার্পেট কাজের সঙ্গে যুক্ত। এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা জানাচ্ছেন, তারা বিগত ৫০ বছর থেকে এই কার্পেট তৈরির কাজের সঙ্গে যুক্ত। কিন্তু জেলায় এই কাজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় তাদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। জেলায় কার্পেট ক্লাসটার এবং কোম্পানি তৈরি হলে তারা উপকৃত হবেন এবং বাড়ি থেকেই এই কাজ করতে পারবেন যদিও বর্তমানে তারা ভিন রাজ্যের অধীনে বিভিন্ন কোম্পানির মালিক গুলো দ্বারা অর্ডার নিয়ে বাড়িতে এই কাজ শুরু করেছেন। এদিন পরিদর্শনে এসে জেলাশাসক নীতিন সংহানিয়া জনান, আমরা সমস্ত রকম পরিকাঠামো এবং কৌশলগত দিক খতিয়ে দেখলাম আগামী দিনে যাতে এই জেলার শ্রমিকদের ভিন রাজ্যে যেতে না হয় তার জন্য আমরা এই জেলাতেই একটি কার্পেট মেগা ক্লাস্টার তৈরির কাজ শুরু করেছি এবং আগামী দিনে এই কার্পেট উন্নয়নের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় আমরা পূরণ করার চেষ্টা করব।