রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাইকোর্টের নির্দেশে নিমেষেই চাকুরী হারালেন জয়জিত সোরেন।

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

হাইকোর্টের নির্দেশে নিমেষেই চাকুরী হারালেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের আলিনস্করপুর হাইস্কুলের গ্রুপ ডি কর্মী জয়জিত সোরেন। ২০১৮ সাল থেকে টানা প্রায় পাঁচ বছর ধরে চাকুরী করার পর কমিশনের পক্ষ থেকে লিস্ট প্রকাশিত করায় শুক্রবারই কার্যত স্কুল থেকে বিদায় নেন তিনি। অন্যান্য সমস্ত স্টাফ ও শিক্ষকরা আসলেও সোমবার স্কুলে আসেননি ওই গ্রুপ ডি কর্মী জয়জিত সোরেন। 

  উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি OMR সিট কারচুপি করে চাকুরী পাওয়া ও দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে প্রায় ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকুরী বাতিল করে হাইকোর্ট। সেই তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের আলিনস্করপুর হাইস্কুলের গ্রুপ ডি কর্মী জয়জিত সোরেন। স্কুল সূত্রে খবর, বালুরঘাটের বাসিন্দা জয়জিত সোরেন ২০১৮ সালের এপ্রিল মাসে গ্রুপ ডি স্টাফ হিসাভে যোগ দেন। তারপর থেকেই নিয়মিত স্কুলে ডিউটি করতেন তিনি। শুক্রবার সর্বশেষ স্কুলে আসলেও শনিবার ও সোমবার আর স্কুলে আসেননি জয়জিত সোরেন। স্কুলের গ্রুপ ডি স্টাফের চাকুরী বাতিলের ঘটনায় কার্যত শোরগোল সৃষ্টি হয়েছে স্কুল প্রাঙ্গনে