রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

একশো কুড়ি টাকার টিকিটে কোটিপতি দিনমজুর ব্যক্তি প্রতাপ মন্ডল।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার | আপডেট: ১২:৫১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

একশো কুড়ি টাকার টিকিটে কোটিপতি দিনমজুর ব্যক্তি প্রতাপ মন্ডল।

মানিকচক;মাএ ১২০ টাকার টিকিটে কোটিপতি।কোটি টাকা পুরুস্কার পেয়ে খুশি পরিবার সহ এলাকাবাসী।মালদার মানিকচকের ভুবনটোলা এলাকায় বাসিন্দা প্রতাপ মন্ডল।কোনমতে দিনমজুরের কাজ করে সংসার চলে।পরিবার স্ত্রী,মা এবং দুই সন্তান রয়েছে।জানা গেছে,ভাগ্য বদলানোর আশায় টিকিট কাটতো প্রতাপ।শনিবার মানিকচক বাসস্ট্যান্ডের থেকে টিকিট বিক্রিতা সন্তোষ সাহার কাছ থেকে একশো কুড়ি টাকার দিয়ে টিকিট কিনেন।শনিবার সন্ধ্যা নাগাদ এককোটি টাকা পুরুস্কার প্রতাপ মন্ডলের হতেই হইচয় পরে যায়।দিন মজুর ব্যক্তির এক কোটি টাকা পুরুস্কার পেয়ে ভাগ্য বাদলালো প্রতাপের।তিনি ইচ্ছা প্রকাশ করেন দুই সন্তানকে উচ্চ শিক্ষিত করা এবং নিজের ভাঙ্গাচোরা বাড়ির বদলে একটি নতুন বাড়ি করা।

মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।