শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত 

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত 

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষের উদ্যোগে সিউড়ীর কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইন্সটিটিউট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বুধবার।শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি র বিচারপতি এবং সেক্রেটারি মহম্মদ রুকনুদ্দিন,পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, স্থানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিনি কান্ত সাহা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন এবং এই বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীরা। এদিন আলোচ্য বিষয় হিসেবে তুলে ধরা হয়- বাল্য বিবাহ, ট্রাফিকিং, শিশু শ্রম এছাড়াও শিশুদের সমস্ত আইনি বিষয় সম্পর্কে ও আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে পড়ুয়াদের মধ্যে ফল বিতরণ করা হয়।