শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিলোত্তমাতে রয়েছে বৈষ্ণদেবীর মন্দির

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

তিলোত্তমাতে রয়েছে বৈষ্ণদেবীর মন্দির


খোদ কলকাতাতেই রয়েছে বৈষ্ণোদেবীর  মন্দির। তবে কলকাতা না বলে বৃহত্তর কলকাতা বললে বেশি ভালো হবে। দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বেহালাতে রয়েছে বৈষ্ণো দেবীর মন্দির। ট্রেন বাস গাড়ি সব রকম ভাবেই যাতায়াতের সুবিধা রয়েছে এখানে। এখানে মায়ের মূর্তি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এই মন্দিরে মায়ের আরতি হয়ে থাকে, আরতি দেখতে স্থানীয়রা ভিড় জমান। যথেষ্ট জনপ্রিয় মায়ের আরতি। সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার রুটের বাস ধরে বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডে নামতে হয় তারপর সেখান থেকে অটো রিক্সা করে চলে যাওয়া যায় মন্দির। ট্রেনের মাধ্যমে অনায়াসে যাওয়া যায় গন্তব্যস্থলে। শিয়ালদা দক্ষিণ শাখা বজবজ লাইনের লোকাল ট্রেন ধরে নিউ আলিপুর স্টেশনে নামতে হয়, সেখান থেকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য রয়েছে গাড়ি। বছর জ্যৈষ্ঠ্য মাসে এখানে বসে মেলা, এছাড়া মন্দিরের মধ্যে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য পার্ক। অনেকেই মন্দির দর্শন করতে দূর দূরান্ত থেকে এসে থাকেন।