অসাম বিজেপি
ভুমিপুত্রদের জন্য কোনও অসুবিধে নাই
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
অসম রাজ্যের পূর্ত মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি প্রতিনিধি
নাগরিকত্ব আইন ( সংশোধনী ) বিল রাজ্যের ভূমিপুত্রয়দের জন্য কোনও ধরনের প্রত্যাহান নিয়ে আসবে না । রবিবার গুয়াহাটি আর্বত ভবনে সাংবাদিক বৈঠকে এই বার্তা দিয়েছেন প্রবাশালী বিজেপি নেতা তথা অসম রাজ্যের পূর্ত মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা । তিনি আরও বলেন অসম চুক্তির ৬ নং ধারা কার্যকর করতে সরকার উচ্চস্তর গঠন কমিটির দেওয়া পরামর্শ সংবিধানের ৩৭১ সন্নিবিষ্ঠ করার স্পষ্ট ইঙ্গিত মন্ত্রী করেছেন । এই ঐতিহাসিক পদক্ষেপের সুযোগ নিতে তিনি ছাত্র সংস্থা আসুর প্রতি আহ্বান জানান । ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেন জাতিকে সুরক্ষিত যে সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে তা কাজে না লাগালে মারাত্মক ভুল হবে । ইতিহাস আমাদের ক্ষমা করবে না । তিনি আরও বলেন অসমীয়া জনগোষ্ঠির সংঙ্গে বদল করে খিলঞ্জিয়া রাখার পক্ষপাতী তাঁর সরকার এক কথায় সাংবিধানিক রক্ষাকবচ হিসেবে কাজ করবে । তিনি বক্তব্য দিয়ে বলেন তিন দশকেও বেশি হয়েছিল । এর ফলে খিলঞ্জিয়ার বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছিল । দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়নের যে উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন তাঁর প্রতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কৃতজ্ঞতা প্রকাশ করেন।