রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

চিকিৎসা করাতে এসে আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৫:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

মালদা: চিকিৎসা করাতে এসে আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়।

ভিও- সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়। জানা গেছে চিকিৎসা করাতে আসা এক রোগীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে এদিন। মঙ্গলবার সকালে পুরাতন মালদার রসিলাদহ এলাকার বাসিন্দা, মুজিবর রহমান চিকিৎসার জন্য এসেছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে। তিনি ক্যান্সার আক্রান্ত। জানা যায় আউটডোরে চিকিৎসক দেখানোর পর ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ওষুধ নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় কেউ বা কারা তার পকেট কেটে মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মীরা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।