কালিয়াচক জোনের ২৩ তম শিশুক্রীড়া উৎসব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৩ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রোববার
কালিয়াচক জোনের ২৩ তম শিশুক্রীড়া উৎসব ৬টি চক্রের মধ্যে ১০৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো মোথাবাড়ি নতুন চক্র । এবং ৫৭ পয়েন্ট পেয়ে রানার্স হয় বৈষ্ণবনগর চক্র চক্র। মোথাবাড়ি নতুনচক্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকতেই পারিনি অন্য কোন চক্র। কার্যত অর্ধেক পয়েন্ট পেয়ে রানার্স হল বৈষ্ণবনগর।
শনিবার জাঁক জমকালো ও উৎসাহ টান টান উত্তেজনা উদ্দীপনার মধ্য দিয়ে কালিয়াচক জোনের ২৩ তম শিশুক্রীড়া উৎসব অনুষ্ঠিত হলো কালিয়াচক ২ নম্বর ব্লকের বাবলা কমলপুর জয়নুল ক্লাব ময়দানে।
মোথাবাড়ি নতুন চক্রের পরিচালনায় এই খেলায় কালিয়াচক জোনের ৬টি চক্রের মোট ১৯৩ জন শিশু ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।
মশাল প্রজ্জোলন ও পতকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শিশু ক্রীড়ার উদ্বোধন করেন অবর বিদ্যালয় পরিদর্শক অঞ্জন লাহা ও বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ সাহা, ও কালিয়াচক জোনাল ক্রীড়া সম্পাদক মীর আবুল হায়াত আলী ।
এরপর একে একে কালিয়াচক জোনের ছটি চক্রের ছয়টি পতাকা উত্তোলন করেন চক্র ক্রীড়া সম্পাদকেরা। খেলার শুরুতে সকল ছাত্র ছাত্রীরা মার্চ পাষ্ট করে মাঠ প্রদক্ষিন করে। অভিবাদন গ্রহন করেন উপস্থিত অতিথিরা ।
উপস্থিত ছিলেন মোথাবাড়ি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক , মোথাবাড়ি নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্ধপাধ্যায় সহ ৫টি চক্রের এস আই , মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন।
খেলায় শিশুদের তিনটি বিভাগে ৭৫ , ১০০ ,২০০ মিটার দৌড় , উচ্চ লম্ফন ,দৈর্ঘ্য লম্ফন আলু দৌড়, জিবন্যাসটিক্স যোগা ও ফুটবল থ্রো সহ মোট ৩৪ টি খেলা সম্পন্ন হয়।
খেলায় অংশগ্রহণকারী ৬টি জোন হলো মোথাবাড়ি চক্র, মোথাবাড়ি নতুন চক্র , বৈষ্ণবনগর চক্র, গোলাপগঞ্জ চক্র ও কালিয়াচক উত্তর চক্র ও কালিয়াচক দক্ষিণ চক্র। এই ৬টি চক্রের মধ্যে ১০৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় মোথাবাড়ি নতুন চক্র । এবং ৫৭ পয়েন্ট পেয়ে রানার্স হয় বৈষ্ণবনগর চক্র।
কালিয়াচক জোনাল শিশু ক্রীড়া কমিটির সম্পাদক মীর আবুল হায়াত আলী জানিয়েছেন "করোণা আবহয়ের পর দীর্ঘদিন বাদে এবছর মোথাবাড়ি চক্রের উদ্যোগে কালিয়াচক জোনের খেলা সম্পন্ন হলো। সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের সহযোগিতায় আর্থিক সাহায্যে এই খেলা সম্পন্ন হলো। পয়েন্টের ভিত্তিতে এই খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে মোথাবাড়ি নতুন চক্র ও বৈষ্ণবনগর চক্র ।
প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৭/৮ ফেব্রুয়ারি গাজোলের হাতিমাড়ি হাই স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলা শিশু ক্রীড়া উৎসব । মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন এবারের জেলা শিশু ক্রিড়া উৎসবটি তার নিজস্ব স্কুলে করার সিদ্ধান্ত নিয়েছেন। খেলার মাঠ থেকে প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন সকল শিক্ষককে গাজলে অনুষ্ঠিত জেলা শিশু ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করার জন্য আহ্বান জানান।
এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ৩৮ তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব জলপাইগুড়ি জেলার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন (স্পোর্টস কমপ্লেক্স)এর মাঠে অনুষ্ঠিত হবে।