প্রত্যন্ত গ্রামের মধ্যে ঝা চকচকে প্রাথমিক বিদ্যালয়। তাও আবার সরকারি বিদ্যালয়।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
মালদা: প্রত্যন্ত গ্রামের মধ্যে ঝা চকচকে প্রাথমিক বিদ্যালয়। তাও আবার সরকারি বিদ্যালয়। বিদ্যালয়ের পরিবেশ দেখে মনে হবে কোন বেসরকারি বিদ্যালয়। কিন্তু মোটেও তা নয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং গ্রামবাসীদের আন্তরিক প্রচেষ্টায় মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে বিদ্যালয়ের। মালদার ইংলিশ বাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত দুর্গাপুর এসপি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে ছয় জন শিক্ষক রয়েছে। মূলত শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় অবস্থিত এই বিদ্যালয়। এই এলাকার বেশিরভাগ মানুষ শ্রমজীবী। ফলে শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে গ্রামের মানুষজন। তাই গ্রামবাসীদের প্রচেষ্টা এবং শিক্ষকদের আন্তরিক উদ্যোগে সুন্দর শিক্ষা এবং মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে বিদ্যালয়ের বলে জানালেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।