মিলছে না রেশন, রেশন দোকানে দাঁড়ালেই মিলছে কুকুরের কামড়! অভিযোগ তুলে বিক্ষোভ গ্রাহকদের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রোববার
মিলছে না রেশন, রেশন দোকানে দাঁড়ালেই মিলছে কুকুরের কামড়! অভিযোগ তুলে বিক্ষোভ গ্রাহকদের
মালদা:সানু ইসলাম; দীর্ঘ প্রায় একমাসেরও বেশী সময় ধরে দেওয়া হচ্ছে না কোন রকমের রেশন সামগ্রী। গ্রাহকরা রেশন দোকানে রেশন আনতে গেলে রেশন ডিলারের পোষা কুকুর রাস্তায় ছেড়ে দিয়ে গ্রাহকদের করা হচ্ছে শায়েস্তা। রবিবার রেশন নিতে এসে আবারো একই ঘটনার স্বীকার হলেন গ্রাহকেরা, রেশন তো পেলেনি না, উপরন্ত পোষা কুকুর লেলিয়ে দিয়ে গ্রাহকদের উপর করা হচ্ছে নির্মম অত্যাচার। যার কারণে রেশন ডিলারের উপর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের শামিল হলেন গ্রাহকেরা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামের রেশন ডিলার মিসির কুমার সাহা। অভিযোগ, দীর্ঘ প্রায় এক মাস ধরে ওই এলাকার রেশন গ্রাহকদের তিনি কোনরকম রেশন সামগ্রী দিচ্ছেন না। রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের রেশন সামগ্রী বন্টন থেকে বঞ্চিত রেখেছেন তিনি। টানা কয়েকদিন রেশন দোকানে ঘুরে গেলেও মিলছে না রেশন সামগ্রী। গ্রাহকরা রেশন ডিলারের কাছে রেশন চাইতে গেলে ক্রেতাদের একাংশকে করা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ। এমনকি রেশন ডিলার মিসির কুমার সাহার বাড়িতে পোষা কুকুর গ্রাহকদের দিকে লেলিয়ে লেলিয়ে দিয়ে রেশন দোকান থেকে গ্রাহকদের সরিয়ে দেওয়ার উপক্রম করছেন তিনি। এইভাবে দিনের পর দিন রেশন গ্রাহকদের হয়রানি করার অভিযোগ রেশন ডিলার মিসির কুমার সাহার বিরুদ্ধে যার কারণে রবিবার ক্ষুব্ধ হয়ে ওই রেশন ডিলারের কাউন্টারের সামনে বিক্ষোভ দেখালেন রেশন নিতে আসা গ্রাহকেরা।
বৈরাট গ্রামের এক রেশন গ্রাহক মোহাম্মদ আনসার আলী বলেন, প্রায় এক মাসের বেশি সময় ধরে আমরা কোনরকম রেশন সামগ্রী পাচ্ছি না। রেশন চাইতে গেলে রেশন ডিলার আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এমনকি তার বাড়ির পোষা কুকুর রাস্তায় ছেড়ে দিয়ে আমাদের উপর অত্যাচার করছে। আজ ওই কুকুরের কামড়ে একজন আহত হয়েছেন। যার কারণে আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা সুষ্ঠুভাবে রেশন চাই।
রেশন নিতে আসা আরে গ্রাহক আলেমা বিবি জানান,
দীর্ঘ এক মাস ধরে রেশন দেওয়া হচ্ছে না সঠিক নিয়ম মেনে। রেশন নিতে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমাদের, এবং এদিন দুপুর ১ টা নাগাদ রেশন নিতে আসলে দেখা যায় রেশন দোকানে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
রেশন ডিলার রেশন দেওয়ার ভয়ে কুকুর লেলিয়ে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছেন।
যদিও এ বিষয়ে রেশন ডিলার মিসির কুমার সাহা কে ধরা হলে তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে বাড়ির দরজা লাগিয়ে দেন।
যদি এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, এই ধরনের ঘটনা কাম্য নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট