শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার

এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

মানিকচক: খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খুবই জরুরী। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জমজমাট ভাবে হয়। বুধবার এনায়েতপুর লাইব্রেরী মাঠ তথা এনায়েতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটবল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মীর হাসান আলী,শিক্ষক স্বপন কুমার ঝা সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।জানা গেছে, দুইদিন ধরে চলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রীরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার দেওয়া হয়।এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের শিক্ষক মীর হাসান জানান, আমার জীবনের এই শেষ স্পোর্টস।আমি আশা রাখছি আমাদের ছাত্র ছাত্রীরা আরো ভালো খেলবে।বিভিন্ন জোন,জেলা সহ রাজ্য স্তরে খেলুক ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করুক।তিনি আরো বলেন আমাদের সকল শিক্ষক শিক্ষিকা সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।